Kolijay Muhammad Gojol Lyrics – কলিজায় মুহাম্মদ গজল লিরিক্স Bangla Islamic Song 2022. This Beautiful Bangla Islamic Song "Kolijay Muhammad Song" is sung by Kalarab Shilpigosthi. Hope You Will Enjoy This Song Lyrics.
Assalamu Alaikum Friend. If you Like this Lyrics please Don't forget to share it with your friends.
Song Information
Song: Kolijay Muhammad
Singer: Kalarab Shilpigosthi
Lebel: HolyTune
কলিজায় মুহাম্মদ গজল লিরিক্স
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
সেথায় তোরা কেউ দিসনা আঘাত
সহ্য করার যে ক্ষমতা নাই
প্রাণের চেয়ে রাসূল আপন
তাঁর তরে পড়ি কাপন
প্রাণের চেয়ে রাসূল আপন
তাঁর তরে পড়ি কাপন
রাসূলের চেয়ে দামি হয়না
কিছু এই দুনিয়ায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
যে নবীর আগমনে সংবাদে
কেঁপেছে জাহিলি সমাজ
হেদায়াত পেয়েছে লাখো গাফিল
পড়েছে ঈমানের তাজ
যে নবীর আগমনে সংবাদে
কেঁপেছে জাহিলি সমাজ
হেদায়াত পেয়েছে লাখো গাফিল
পড়েছে ঈমানের তাজ
ও নামে কি করে দিস অপবাদ
স্বার্থ বিহীন যে ছিল ধরায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
ওরে জাহেল তুই দেখ ইতিহাস
দেখ কোরআনের বাণী
মানবতা প্রেমে কে ছিল হায়
তার মত অগ্রধনি
ওরে জাহেল তুই দেখ ইতিহাস
দেখ কোরআনের বাণী
মানবতা প্রেমে কে ছিল হায়
তার মত অগ্রধনি
সিরাতের পাঠে তুইও সিক্ত হবি
পড়ে যাবি রাসূলের মায়ায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়,
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
সমাপ্ত