Amar Mamu Khalu Nai Gojol Lyrics 'আমার মামু খালু নাই' গজল টি গেয়েছেন মুহাম্মদ বদরুজ্জামান। বাংলাদেশের একজন জনপ্রিয় কলরব শিল্পীদের মধ্যে একজন। এই গজলটিল পরামর্শদাতা সাঈদ আহমদ ও মুহাম্মদ বদরুজ্জামান। বাংলা নতুন ইসলামিক গান, গজল লিরিক, হলি টিউন গজল
Assalamu Alaikum Friend. If you Like this Lyrics please Don't forget to share it with your friends.
Hope you will enjoy our Best Selected Islamic Gojol Lyrics, Bangla Song lyrics. Here you'll get Bangla gojol lyrics, Bangla Song, Bangla song lyrics on our website. Don't forget to Visit regularly "https://www.freetrickshere.xyz/"
Amar Mamu Khalu Nai Gojol Details:
Song : Amar Mamu Khalu NaiSinger : Muhammad Badruzzaman
Tune : Muhammad Badruzzaman
Lyric : Monirul Islam
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Video Director : Alam Murshed
Music Director : Tanjim Reza
আমার মামু খালু নাই গজল লিরিক্স
হারে আমি বেকার,
আমার চাকরি নাই,
মামু খালু নাই,
ঘুষের টাকাও নাই।
এখন কি হবে উপায়,
হারে হায় হায়
কি করব এখন,
চাকরি চাইরে
চাকরি চাইরে,
চাকরি নাইরে
চাকরি নাইরে।
চাকরি নামের
সোনার হরিণ
কোথায় খুঁজে পাই।
আমার মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
কেমনে পাই,কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
আমার মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
কেমনে পাই,কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
তুই তো, তুই তো,
তুই তো পড়াশোনায় ভালো ছিলি,
বিএ এমএ পাশ দিলি,
পড়াশোনায় ভালো ছিলি,
বিএ এমএ পাশ দিলি।
সার্টিফিকেট সবই নিলি,
কত খানে সিভি দিলি,
তবুও তোর চাকরি হয় না ভাই,
তবুও তোর চাকরি হয় না ভাই।
আমার মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
আবুল ও আবুল,
আবুল, তুই কেমনে চাকরি পেলি,
রোজই ক্লাসে বকা খেলি,
তুই কেমনে চাকরি পেলি,
রোজই ক্লাসে বকা খেলি।
পাশ করলি ঠেলিঠুলি,
জবাব শুনে অবাক হয়ে যায়,
এইখানে যে মামু খালুর গন্ধ খুঁজে পাই,
এইখানে তো মামু খালুর গন্ধ পাওয়া যায়।
মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
,,,,,,,,,,,,,,,,সুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আহারে আহারে আহারে,
স্বাধীনতার জয়ন্তীতে
হয়না মেধার মূল্যায়ন,
ওই মেধাবীর গরিব পিতা
যাবে বলো কই এখন,
স্বাধীনতার জয়ন্তীতে
হয়না মেধার মূল্যায়ন,
ওই মেধাবীর গরিব পিতা
বলো যাবে কই এখন।
ন্যায় এর মুখের সরাও চাই,
মেধার সঠিক মূল্য চাই,
মেধার সঠিক মূল্য চাই।
আমার মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
কেমনে পাই,কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
মামু খালু নাই,
চাকরি আমি কেমনে পাই,
কেমনে পাই,কেমনে পাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই,
তাইতো দেশের বোঝা হয়ে,
ভবঘুরে দিন কাটাই।
পড়ালেখা করে যে
গাড়িগোড়া চড়ে সে
এই কথাটা ছিল নাকি বইয়েতে,,,,,
বাস্তব জীবনে পড়া লেখা কিছু না
ফাইনালে চাকরিটা জোটে না।
সমাপ্ত